ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি

প্রকাশিত: ১১:০৭, ২৫ মে ২০২০  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল। দেশটির উত্তর প্রদেশে ঝাঁসি জেলা প্রশাসন রাসায়নিক স্প্রে নিয়ে দমকল বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। অঞ্চলটিতে পঙ্গপাল আঘাত হানার কথা রয়েছে।

এনিয়ে ওই অঞ্চলের জেলাশাসক অন্দ্র ভামসি ইতোমধ্যে বৈঠক করেছেন। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য, পঙ্গপাল সেখানেই যায়। তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেয়া হবে।

দেশটির কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানিয়েছেন, ছোট আকারের পঙ্গপালের ঝাঁক এগিয়ে আসছে।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, দেশে ইতোমধ্যে ২ দশমিক ৫ থেকে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক প্রবেশ করেছে।

কমল কাটিয়ার আরও জানান, রাজস্থানের কোটা থেকে একটি দল আসছে পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে। এই মুহূর্তে পঙ্গপালের ঝাঁক অবস্থান করছে ঝাঁসির বাঙ্গরা মগরপুরে। রাতেই পঙ্গপালগুলির উপরে কীটনাশক স্প্রে করা হবে। এনডিটিভি।

সর্বশেষ
জনপ্রিয়