ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা: সমুদ্র তোমাকে

দুলাল সরকার

প্রকাশিত: ১৮:৩৯, ১০ জুলাই ২০২৩   আপডেট: ১৮:৪২, ১০ জুলাই ২০২৩

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সমুদ্র তোমাকে ভিন্ন মাত্রা দিয়েছে—ভিন্ন শেখায়
কথার ক্রন্দন, ভিন্ন প্রণয়, ব্যবচ্ছেদ সম্পর্কে দু’জন, শব্দের বিমূর্ত অন্বয়,
শিখিয়েছে নিরন্তর দাহ শব্দের গহীন,
পাশে গালে হাত উদাস সময়—অবধূত,
দেখে সম্পর্কের ব্যবচ্ছেদ—ক্রমশ জীবন; নীলাভ শব্দের মধ্যে
হারিয়ে অস্তিত্ব সে কোথায় যায়—গলে গলে শব্দের তন্ময়
নিরাকার বোধের আঙুলে
স্পর্শ রাখো তুমি; নীরব সময়
সন্ধ্যা তারায়, ক্রমশ বকুল
বিবস্ত্র হৃদয়—যায় অভিসারে যায়, ভাঁজ করা আঁধারের
অস্ফুট ব্যথায়, কতদূর সমুদ্র
গুহায়, কথার বাঙ্ময় অজ্ঞাত
অচীন অনুভূতি নিরাবয়ব নীল
বীভৎস সুন্দর কারুকাজ—
বস্তু ও নির্বস্তুর সমন্বয়ে নির্লিপ্ত গ্রীবায়
আর কোনো পথের শয্যায় কেউ ডেকেছিল বুঝি?

সর্বশেষ
জনপ্রিয়