ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নতুন নিয়ম যুক্ত হলো আইপিএলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২১ মার্চ ২০২৪  

নতুন নিয়ম যুক্ত হলো আইপিএলে

নতুন নিয়ম যুক্ত হলো আইপিএলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে বেশিদিন বাকি নেই। এরই মাঝে টুর্নামেন্টে যোগ হলো নতুন নিয়ম। এতদিন ছিল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। এবারের আইপিএলে দেখা যাবে এসআরএস (স্মার্ট রিপ্লে সিস্টেম)।

কী নিয়ম বদলাচ্ছে? তৃতীয় আম্পায়ারের ঘরেই বসবেন হক-আই প্রযুক্তিবিদরা। তাদের কাছ থেকে সরাসরি তথ্য পাবেন তৃতীয় আম্পায়ার। যার মাধ্যমে আরো দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেয়া যাবে।

এতদিন হক-আই প্রযুক্তিবিদ এবং তৃতীয় আম্পায়ারের মাঝে ছিলেন সম্প্রচার সংস্থার এক ব্যক্তি। এখন থেকে আর তাকে মাঝে রাখা হবে না। এর ফলে তৃতীয় আম্পায়ার আরো অনেক তাড়াতাড়ি বেশি তথ্য পাবেন।

একই সঙ্গে দু’টি ছবি দেখার সুযোগ থাকছে আম্পায়ারদের কাছে। আগে যা সম্ভব হত না। এর ফলে আরো দ্রুত সিদ্ধান্ত দিতে পারবেন তৃতীয় আম্পায়ার। এই প্রযুক্তি কাজে লাগলে আরো দ্রুত ম্যাচ পরিচালনা করা যাবে বলে মনে করা হচ্ছে।

স্ট্যাম্পিং, ক্যাচ, রান আউট, বাউন্ডারিতে চার বাঁচানোর কঠিন সিদ্ধান্ত এখন নেয়া অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় আম্পায়ার এবং হক-আই প্রযুক্তিবিদের কথাও শোনা যাবে সম্প্রচারের সময়।

সর্বশেষ
জনপ্রিয়