ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাকিবের স্ত্রী শিশিরের পোস্টের কড়া জবাব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২৮ অক্টোবর ২০২১  

উম্মে আহমেদ শিশির

উম্মে আহমেদ শিশির

টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্সের দিক থেকে তথৈবচ অবস্থায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমতাবস্থায় কিছু সিনিয়র ক্রিকেটারকে উদ্দেশ্য করে একটি পস্ট দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার পোস্টের কড়া জবাব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজার ভাই মোরসালিন মোর্ত্তজা।

নিজের ভেরিফায়িড ফেসবুক আইডি থেকে শিশির লিখেছেন, আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি ভাবছি কিভাবে আমরা ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিততে পারিনি যখন আমাদের সব গতি তারকারা এবং তথাকথিত সেরা উদ্বোধনী জুটি ছিল!

তিনি আরো লেখেন, কৌতূহলী মন জানতে চায় ওই ম্যাচগুলোতে কী ভুল হয়েছে! আমি যদি সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য কিছু টক শো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।

বলা যায় এখানে ২০১৯ বিশ্বকাপে দলের টপ অর্ডার ও বোলিং ইউনিটের দিকে আঙুল তুলেছেন শিশির। কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে সতীর্থদের দিকে আঙুল তুলে পোস্ট দেওয়া দলের কারো পক্ষে শোভনীয় নয়। ফলে এমন কিছু স্বাভাবিকভাবে নেননি সাধারণ ক্রিকেট সমর্থকরাও।

এদিকে তার এই পোস্টকে উদ্দেশ্য করে পাল্টা পোস্ট দিয়েছেন মোরসালিন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ছোট ভাই লিখেছেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।

সর্বশেষ
জনপ্রিয়