ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

আজ নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২০ মে ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

আজ শুক্রবার (২০ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের ১০০টি প্রতিষ্ঠানে নার্সিং ও মিডওয়াফারিতে আসন সংখ্যা চার হাজার ৯৮০টি। এরমধ্যে বিএসসি ইন নার্সিংয়ে আসন রয়েছে এক হাজার ২০০টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা দুই হাজার ৭৩০টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে এক হাজার ৫০টি আসন।

নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের আসন সংখ্যা মাত্র ১০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ। এছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোনো ছাত্র পরীক্ষা দিতে পারবেন না।

নার্সিং ও মিডওয়াফারিতে ভর্তি আবেদন শুরু হয় ৩ এপ্রিল এবং আবেদন শেষ হয় ২০ এপ্রিল।

সর্বশেষ
জনপ্রিয়