ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গ

হেলথ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ১০ জুলাই ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে বর্ষা এলেই যেনো মাথাচাড়া দিয়ে ওঠে ডেঙ্গু জ্বর। এই জ্বরের বাহক এডিস মশা। পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। সেখান থেকে ঘটে এই মশার বংশবিস্তার। ফলে ডেঙ্গু জ্বরের আশঙ্কাও বৃদ্ধি পায়।

ডেঙ্গুর লক্ষণ সব সময় একভাবে প্রকাশ পায় না। এক এক জনের ক্ষেত্রে এক এক লক্ষণ দেখা যায়। তবে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ হলো প্রবল জ্বর, মাথাব্যথা, গাঁটে গাঁটে এবং পেশিতে ব্যথা, ফুসকুড়ি এবং ক্লান্তি। পরিস্থিতি গুরুতর হলে এটি মৃত্যুরও কারণ হতে পারে। ডেঙ্গু জ্বর হলে শরীরের তাপমাত্রা ১০৪ ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে।

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গ-

জ্বর ও ঠান্ডা লাগা

মাথাব্যথা

পেশি, হাড় বা জয়েন্টে ব্যথা

বমি বমি ভাব বা বমি হওয়া

চোখের পিছনে ব্যথা

গ্রন্থি ফুলে যাওয়া

গায়ে লাল রঙের ফুসকুড়ি ওঠা।

প্রচণ্ড পেট ব্যাথা

ক্রমাগত বমি হওয়া

মাড়ি বা নাক থেকে রক্ত পড়া

প্রস্রাবে রক্ত

মলে বা বমিতে রক্ত

ত্বকের নিচে রক্তপাত

শ্বাসকষ্ট

ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। কোনোভাবেই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে। সেইসঙ্গে দিনে একটি করে ডাবের পানি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ খাবেন না।

সর্বশেষ
জনপ্রিয়