ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংসদে হইচই, ইমরান খানকে নিয়ে আলোচনা পিছিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ৬ এপ্রিল ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা ভোট আয়োজনে আলোচনার প্রস্তাব গৃহীত হয়।

ওইদিন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব দেন।

এরপর পাকিস্তানের উপ-স্পিকার ঘোষণা দেন বৃহস্পতিবার সংসদ বসবে। আর এদিন ইমরান খানকে নিয়ে আলোচনা হবে। 

কথা অনুযায়ী বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় বিকেলে সংসদের অধিবেশন শুরু হয়।

কিন্তু অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা মুলতবি ঘোষণা করেন স্পিকার। তিনি জানান রোববার ফের অধিবেশন বসবে। খবর দ্য ডনের। 

সংসদের  অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য নির্দেশ দেন।
কিন্তু প্রশ্নোত্তর পর্বে না গিয়ে ইমরান খানের বিরোধীরা, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করতে  হইচই শুরু করেন। 

বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন, গদি ছাড় ইমরান, গদি ছাড়। 

আর সংসদ সদস্যের এমন কাণ্ডের পর রোববার পর্যন্ত এর কার্যক্রম মুলতবি করে দেন স্পিকার। 

রোববারই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। 

এদিকে পাকিস্তানের গণমাধ্যম পিটিআইকে দেশটির উচ্চপদস্থ একটি সরকারি সূত্র জানিয়েছে, বিরোধী দলগুলোর সঙ্গে আপস করতে পেছন দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছেন ইমরান খান। 

ইমরান বৃহস্পতিবার পাকিস্তানের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

সর্বশেষ
জনপ্রিয়