ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

লাকসামে দৃষ্টিনন্দন সেতু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ১০ জুলাই ২০২৩  

লাকসামে দৃষ্টিনন্দন সেতু

লাকসামে দৃষ্টিনন্দন সেতু

কুমিল্লার মনোহরগঞ্জে নদনা খালের ওপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সেতু। ঢাকার হাতিরঝিলের সেতুর আদলে এ সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রতিদিন সেতু দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করছেন। সেতুটি দেখে মুগ্ধ তারা। সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৮ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের জানুয়ারিতে মনোহরগঞ্জ উপজেলার তুগরিয়া-হাসনাবাদ সড়কের খরখরিয়া-দাদঘর গ্রামে নদনা খালের ওপর সেতু নির্মাণ শুরু হয়। কাজ শ্বেষে ইতোমধ্যে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ কুমিল্লার একটি ঐতিহ্যবাহী উপজেলা। গত দেড় দশকে এখানে বিপুল উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, প্রায় সব সড়ক, সেতু এবং শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নে বদলে গেছে সামগ্রিক চিত্র। এর ধারাবাহিকতায় নির্মিত হয়েছে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু। সেতুটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থী আসছেন। অনেকে সেতুর ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এক সময়ের জলাঞ্চল খ্যাত মনোহরগঞ্জ এখন দৃষ্টিনন্দন এলাকা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপির উন্নয়ন ভাবনায় এগিয়ে যাচ্ছে এ উপজেলা। নদনা খাল সংস্কার এবং হাতিরঝিলের আদলে নির্মিত সেতুটির অপার সৌন্দর্যে দর্শনার্থীরা মুগ্ধ। ঈদ উপলক্ষে সেতুটির সৌন্দর্য উপভোগ করতে প্রচুর লোক এখানে এসেছেন।

সর্বশেষ
জনপ্রিয়