ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৃত্যুর পর বীরাঙ্গনা স্বীকৃতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৯ নভেম্বর ২০২৩  

মৃত্যুর পর বীরাঙ্গনা স্বীকৃতি

মৃত্যুর পর বীরাঙ্গনা স্বীকৃতি

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়া ঝর্না দিওকে দেওয়া হয়নি বীরাঙ্গনা স্বীকৃতি। মেলেনি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও। এসংক্রান্ত একটি সংবাদ গত ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ঝর্নাকে বীরাঙ্গনা স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি ‘বাংলাদেশ গেজেট’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গেজেট অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপনে নালিতাবাড়ীর সোহাগপুর এলাকার ঝর্না দিওকে বীরাঙ্গনা স্বীকৃতি প্রদান করে।

বীরাঙ্গনা স্বীকৃতি পেলেও ঝর্না দিও চলতি বছরের ২৭ আগস্ট মারা যান।

ঝর্না দিও ছাড়াও এই গেজেটে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের আরো পাঁচজন পেয়েছেন বীরাঙ্গনা স্বীকৃতি। তাঁরা হলেন বীরাঙ্গনা সমিলা রাকসাম, বীরাঙ্গনা মালতি রাকসাম, বীরাঙ্গনা হাজেরা, বীরাঙ্গনা লাকজান ও বীরাঙ্গনা ছাহেরা খাতুন।

ঝর্না দিওর মেয়ে লিন্ডা দিও আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আজ মা বেঁচে থাকলে খুব খুশি হতেন।

সর্বশেষ
জনপ্রিয়