ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে সবাই শারদীয় উৎসব পালন করুনঃ মেয়র টিটু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৬ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এবার একটি ভিন্ন পরিবেশে আমরা শারদীয় দুর্গোসব পালন করতে যাচ্ছি। যার জন্য আমাদের স্বাস্থ্য বিধিগুলো অনুসরন করতে হবে। সেজন্য সকল মন্দির ও পূজা কমিটির সহায়তা প্রয়োজন।

তিনি আরো বলেন, ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে যদি আমরা শারদীয় উৎসব পালন করতে হবে। পূজা মন্দিরে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশন সহায়তা করতে প্রস্তুত। পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূজার বিসর্জন ঘাট সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কাজকে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার বিকালে টাউনহলে শারদীয় দুর্গোসব পুজা উদযাপন কমিটি ও সকল পুজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় সিটি করপোরেশন আয়োজিত মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু একথা বলেন। সভা সঞ্চালনা করেন সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসন, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া,

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, কাউন্সিলর আসিফ হোসেন ডন,ফারুক হাসান,শীতল সরকার,হামিদা পারভীন,ভান্ডার কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ,সমাজ কল্যান কর্মকর্তা লুৎফুন্ন্াহার,জনসংযোগ কর্মকর্তা রাজিবুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের এড,বিকাশ রায়,মহানগর পুজা কমিটির এড,তপন কুমার দে, সুচিত্রা সেনগুপ্ত, পন্ডিতবাড়ী মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র নাথ পাল, শংকর সাহা, প্রদীপ ভৌমিক,পন্ডিতবাড়ী মন্দির কমিটির সেক্রেটারী অরুণাংশু বিকাশ চৌধুরী,স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা দীপক কুমার মজুমদার সিটি করপোরেশনের বিদুৎ প্রকৌশলী জিল্লুর রহমান,মহব্বত আলী, কাঞ্চন কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এ মত বিনিময় সভায় সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিষয়ে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়