ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

সাপ্তাহিক ছুটি বাদ টুইটার কর্মীদের, করতে হবে ১২ ঘণ্টা ডিউটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৩ নভেম্বর ২০২২  

সাপ্তাহিক ছুটি বাদ টুইটার কর্মীদের, করতে হবে ১২ ঘণ্টা ডিউটি

সাপ্তাহিক ছুটি বাদ টুইটার কর্মীদের, করতে হবে ১২ ঘণ্টা ডিউটি

টুইটার ক্রয়ের পর এবার কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী টুইটার কর্মীদের দৈনিক কাজ করতে হবে অন্তত ১২ ঘণ্টা। এছাড়া বাতিল করা হয়েছে সাপ্তাহিক ছুটিও।

গত মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। 

গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। এরই মধ্য তিনি জানালেন, ‘ফ্রি’র জামানা শেষ টুইটারে। একাধিক বড় পরিবর্তন আসছে জানিয়ে ইলন মাস্ক বলেন, টুইটারে ‘ব্লু টিক’-এর জন্য খরচ করতে হবে।

আর সংস্থার ব্যবস্থাপকেরা কর্মীদের জানিয়ে দিয়েছেন, বেঁধে দেওয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দিতেই হবে। কিছু কর্মীকে টুইটারের পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীরা ‘অতিরিক্ত পারিশ্রমিক’ পাবেন কি না, তা বলা হয়নি। এমনকি ‘চাকরির নিরাপত্তা’ও নিশ্চিত করা হয়নি। আর নভেম্বরের মধ্যে প্রকৌশলীদের নির্দিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। না পারলে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে বলেও হুঁশিয়ার করে দিয়েছে সংস্থাটি।

টুইটারের মালিকানা নেয়ার পর থেকে নানা কাজ করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার ইলন মাস্ক নিজেই টুইটারে নানা পরিবর্তন আনার কথা টুইট করে জানান।

তিনি বলেন, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করে নিতে পারবেন। তবে এর জন্য খরচ করতে হবে। টুইটার অ্যাকাউন্টে নামের পাশে ‘ব্লু টিক’ যোগ করতে প্রতি মাসে পকেট থেকে খসবে কয়েক ডলার। আপাতত প্রতি মাসে আট ডলার খরচ করতে হবে অ্যাকাউন্ট ভেরিফায়েড করানোর জন্য।

বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার ওপর নির্ভর করে এ দাম বা খরচ নির্ধারণ করা হবে বলেই জানান ইলন মাস্ক। টুইটার অ্যাকাউন্টটি আসল ও বিশ্বাসযোগ্যর প্রমাণ হচ্ছে এই ব্লু টিক।

টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনেই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে সরিয়ে দেন। একই সঙ্গে প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল ও আইন-নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকেও সরিয়ে দেন।

সর্বশেষ
জনপ্রিয়