ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১ সেপ্টেম্বর ২০২২  

রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল ইইউর

রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল ইইউর

রাশিয়ার সঙ্গে ভিসা চু্ক্তি বাতিলে ঐক্যমতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত দুইদিন ধরে প্যারাগুয়েতে আলোচনা শেষে এই ঘোষণা আসলো।

ইইউ মন্ত্রীদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের ঐক্যমতের ফলে রাশিয়ার নাগরিকদের ইইউ সদস্য দেশে নতুন ভিসার সংখ্যা কমবে।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগে থেকেই কিছু শ্রেণির রুশ নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা পাওয়া সীমাবদ্ধ ছিল।

জোসেপ বোরেল বলেছেন, তারা যে চুক্তিতে পৌঁছেছেন সেটা আইনগত নয়, রাজনৈতিক চুক্তি। এই চুক্তি এখন ইউরোপীয় কাউন্সিলে সকল সদস্যরাষ্ট্র কর্তৃক অনুমোদিত হতে হবে।

জোসেপ বোরেল আরও বলেছেন, মধ্য জুলাই হতে রাশিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে। এটা এই দেশগুলোর জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক এই প্রধান বলেন, অনেক রুশ নাগরিক অবসর এবং শপিংয়ের জন্য ভ্রমণ করছে, যেন ইউক্রেনে যুদ্ধই নেই। এটা স্বাভাবিক হতে পারে না।

সর্বশেষ
জনপ্রিয়