ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মে’র মধ্যে প্রাপ্তবয়স্ক সবার জন্য টিকা: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩ মার্চ ২০২১  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

আগামী মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা টিকা প্রদান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ওষুধ প্রশাসন গত সপ্তাহে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের নতুন টিকার অনুমোদন দিয়েছে। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে আরেক প্রতিষ্ঠান মার্ককে টিকা তৈরিতে একসঙ্গে কাজ করার অনুমতিও দিয়েছে বাইডেন প্রশাসন।

বাইডেন আশা করছেন, এর ফলে পূর্ব ঘোষিত সময়ের আগেই তারা সবার জন্য টিকা নিশ্চিত করতে পারবেন।

এদিকে, বাইডেন দেশটির সব রাজ্যের ফেডারেল সরকারকে সময় বেঁধে দিয়েছেন যাতে চলতি মাসের মধ্যেই স্থানীয় সব শিক্ষককে অন্তত প্রথম ডোজ টিকা দেয়া যায়। এর ফলে স্কুল খোলার সম্ভাবনা দ্রুততর হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী জুনের মধ্যে সবার জন্য টিকা নিশ্চিত করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তবে নতুন এই টিকার অনুমোদনের ফলে সেই সময় কমিয়ে আনার আশা দেখছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ
জনপ্রিয়