ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ হবে দেশের ২য় বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৫ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া পরিষদের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্নে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার।ময়মনসিংহে হবে দেশের ২য় বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স।

তিনি আরও বলেন ময়মনসিংহের ক্রীড়াঙ্গন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র। এখান থেকে অনেক খোলোয়াড়ের আত্মপ্রকাশ ঘটেছে যা আমাদের সকলের গৌরর্বের বিষয়। ময়মনসিংহে বাসীর দীর্ঘদিনের দাবি পূরনের লক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার ফলে ময়মনসিংহে শ্যূাটিং রেঞ্জের উদ্বোধন হল। এই সরকারের অধীনে অচিরেই খেলাধুলা মাঠে গড়ানোর লক্ষ্যে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন।

নবনির্মিত শ্যূাটিং রেঞ্জের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলম।

এর আগে দোয়া ও ফিতা কেটে নবনির্মিত শ্যূাটিং রেঞ্জের উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মাহমুদ হোসেন প্রিন্স,যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়পর নেতৃবৃন্দ ও ময়মনসিংহের গর্বের ক্রীড়াবিদগন।

এর আগে ক্রীড়া কমপ্লেক্স নিমর্মানের জন্য তারাকান্দা উপজেলা, সদর উপজেলার বাঘের কান্দাসহ ৫ টি স্হান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শ্যূটিং কমপ্লেক্স নীর্মানের ক্ষেত্রে ময়মনসিংহ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল আলম অগনী ভূমিকা পালন করেন।

সর্বশেষ
জনপ্রিয়