ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতের ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২৭ জানুয়ারি ২০২১  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মবিভূষণ’ দিতে যাচ্ছে বন্ধু রাষ্ট্র ভারত। জন সম্পৃক্ততার ক্ষেত্রে ‘ব্যতিক্রমী ও বিশেষ সেবার’ জন্য ৬৬ বছর বয়সী আবেকে এ সম্মাননা দেওয়া হবে।

মাদার তেরেসা ও নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্বদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেয় ভারত। পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ৩২১ জনকে। ২০০১ সালে সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেই নরোটার পর আবেই হচ্ছেন দ্বিতীয় জাপানি, যিনি এ সম্মাননা পাচ্ছেন।

নিক্কেই এশিয়া জানিয়েছে, জাপানের দুই বারের এ প্রধানমন্ত্রী তার ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ ধারণার জন্য বিশেষ পরিচিত। তার এ ধারণা ট্রাম্প প্রশাসন গ্রহণ করেছিল। সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসও তাদের ইন্দো-প্যাসিফিক কৌশলে এটি সংযুক্ত করেছে।

২০০৬-০৭ সালে আবে তার প্রথম মেয়াদে ভারত ও অস্ট্রেলিয়াকে একসঙ্গে নিয়ে ‘স্বাধীনতা ও সমৃদ্ধির বৃত্ত’ গড়ার কথা বলেছিলেন।

আবে তার এ পরিকল্পনার বিষয়ে প্রথম বিস্তারিত আলোচনা করেন ভারতে। ‘দুই সমুদ্রের মিলন’ শীর্ষক একটি ভাষণে তিনি বলেছিলেন, প্রশান্ত ও ভারত মহাসাগর এখন স্বাধীনতা ও সমৃদ্ধির গতিময় মিলনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এক ‘বিস্তৃত এশিয়া’, যা ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে একটি স্বতন্ত্র রূপ নিতে শুরু করেছে।

২০১২ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করেন আবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে জাপান-ভারত মিত্র হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন ক্যাটাগরিতে পদ্ম পুরস্কার দেয় ভারত। শিল্প, সমাজসেবা, জনসম্পর্ক, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, সিভিল সার্ভিস, ক্রীড়া ও অন্যান্য বিভাগে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার (২৫ জানুয়ারি) এ বছরের ১১৯ বিজয়ীর নাম ঘোষণা করে দেশটি। আবে ছাড়াও এ বছর পদ্মবিভূষণ পেয়েছেন আরও সাত গুণী। এ ছাড়া পদ্মভূষণ পেয়েছেন ১০ জন।

উল্লেখ্য, মার্চ বা এপ্রিলের দিকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ
জনপ্রিয়