ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ১০ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস কার্যালয়ে প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম পারভেজ। 

আশুগঞ্জ ইউএনও অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, সহকারী প্রোগ্রামার মো. আব্দুল্লাহ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ৯ শতাধিক কৃষকে প্রত্যেককে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি এক কেজি সরিষা বীজ প্রদান করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়