ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বারহাট্টায় লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন-পুলিশ-সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, বারহাট্টা থানা পুলিশ, সেনাবাহিনী। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ও দোকান খোলা রাখায় দায়ে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত।

জরুরী প্রয়োজনের কারণ দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বুঝিয়ে কর্মস্থলে যেতে পারছেন অনেকেই। কঠোর বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়ায় অনেককেই শাস্তির আওতায় এনেছেন সেনাবাহনীর সদস্যরা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন জানান, দোকান খোলা রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করার দায়ের তিনটি মামলায় ৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত থাকবে।

এ সময় সেনাবাহিনী অফিসার, বারহাট্টা থানার পুলিশ ফোর্স ও ভূমি অফিসের পেশকার আনিচ্ছুজামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম ও বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বারহাট্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ
জনপ্রিয়