ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোনায় ৪৯২ মণ্ডপে উদযাপিত হবে দুর্গোৎসব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৮ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেত্রকোনায় ৪৯২টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এ লক্ষে ইতোমধ্যে প্রায় সকল মণ্ডপেই শেষের পথে রয়েছে প্রতিমা নির্মাণের কাজ। মাটির কাজ শেষে রংতুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজও প্রায় সম্পন্ন করে ফেলেছেন প্রতিমা শিল্পীরা।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবটি। এ কারণে অন্যান্য বছরের মতো দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা এ বছর হচ্ছে না।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা জানান, জেলার ১০টি উপজেলায় এ বছর ৪৯২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে নেত্রকোনা পৌরসভায় ৫৬টি, সদর উপজেলায় ৫৭টি, দুর্গাপুর উপজেলায় ৫৭টি, পূর্বধলা উপজেলায় ৫৪টি, কলমাকান্দা উপজেলায় ৫৪, বারহাট্টা উপজেলায় ৪৮টি, কেন্দুয়া উপজেলায় ৪৬টি, আটপাড়া উপজেলায় ৩৯টি, খালিয়াজুরী উপজেলায় ৩৮টি, মোহনগঞ্জ উপজেলায় ৩০টি ও মদন উপজেলায় ১৩টি পূজা মণ্ডপে এ উৎসব উদযাপিত হবে।

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসন তৎপর রয়েছে এবং জেলার প্রতিটি মণ্ডপেই জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়