ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোনায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১৪ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে ইউনিয়ন পর্যায়ের ইয়থ ও কমিউনিটি দলের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। 

বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার আয়োজনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সামছুজ্জামান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, মডেল থানার নারী শিশু হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত এস আই শারমিন আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমতিরি প্রোগ্রাম ম্যানেজার কোহিনুর বেগম, আয়োজিত সংগঠনের প্রকল্প সমন্বয়কারী সঞ্চিতা মল্লিক, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রহিমা আক্তার, কমিউনিটি দলের সহ সভাপতি রিপা আক্তার, ইয়থ দলের সভাপতি শারমিন আক্তার আশা প্রমূখ।

দিনব্যাপী আয়োজিত মতবিনিময় সভায় নেত্রকোনা জেলার সদর উপজেলার রৌহা, সিংহের বাংলা, কাইলাটি ও মেদনী এ চারটি ইউনিয়নের ইউপি সচিব, কমিউনিটি দলের নেতৃবৃন্দ ইয়থ দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ
জনপ্রিয়