ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজের কাঁধেই সব দায় নিলেন টাইগার কাপ্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৩০ অক্টোবর ২০২১  

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপের মঞ্চে একমাত্র সাফল্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ছিল। সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে ছিল টাইগাররা। শারজার বুকে শুক্রবার (২৯ অক্টোবর) আবারও সেই মাহেন্দ্রক্ষণ। তবে শেষ পর্যন্ত তীরে এসেই তরী ডুবল বাংলাদেশের। ৩ রানের হারই যে এদিন সঙ্গী তাদের। সেই সঙ্গে লাল-সবুজের বিশ্বকাপও কার্যত শেষ হয়ে গেল। খুব বেশি নাটকীয় কিছু না হলে বাকি দুই ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতা।

এদিকে, ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও জিততে না পারায় নিজের কাঁধেই সব দায় নিয়েছেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ বলের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে না পারায় হেরেছে দল।

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে শেষ বলে জয়ের জন্য টিম টাইগার্সের প্রয়োজন ছিল ৪ রান। আন্দ্রে রাসেলের করা সেই বল ব্যাটেই লাগাতে পারেননি মাহমুদউল্লাহ। আর এতেই এক শিবিরে যখন উল্লাসের তুফান, অন্যদিকে তখন রাজ্যের হতাশা নেমে পড়েছে যেন।

হতাশ মাহমুদউল্লাহ বলেন, ‘শেষ বলটা সে (রাসেল) ব্লক হোলে করবে জানতাম। যেহেতু লেগ সাইডে চারজন ফিল্ডার ছিল। আগের দুই বলে ভালো ইয়র্কার করেছে, তুলতে পারিনি। তাই চিন্তা করছিলাম ও যদি মিস করে তাহলে আমি মিড অফ কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারতে পারব। এটা আমারই দোষ, কাজে লাগাতে পারিনি।’

টাইগার অধিনায়ক বলেন, লিটন আর আমি মিলে ভালোই ব্যাট করছিলাম। কিন্তু ব্রাভোর বলে হোল্ডারের সেই ক্যাচটাই যেন সব শেষ করে দিলো। বলেন, ‘আমার মতে, লিটনের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা যদি ছক্কা হতো তাহলে আমরাও জয়ের কাছাকাছি চলে যেতাম। সীমানার কাছে ও (লিটন) হোল্ডারের হাতে ধরা পড়েছে। আপনার দলে ওর (হোল্ডার) মতো লম্বা ফিল্ডার থাকার সুবিধাই এটি।’

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ক্যাচ মিসের পর ইংল্যান্ডের বিপক্ষেও বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। যে কারণে টাইগারদের নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সেই দুই ম্যাচের দৃশ্যই ঘুরেফিরে এল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে।

এ ম্যাচে বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি ক্যাচ মিস করেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। সেটার স্বীকারোক্তি এসেছে রিয়াদের মুখ থেকেও। 

এ সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি বলবো বোলাররা বেশ ভালো করেছে। আমরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। যার ফলে ১০-১৫ রান বাড়তি হয়েছে। ক্যাচ মিস করা একটি বড় ইস্যু। এদিকে আমাদের উন্নতি করতে হবে।’

সর্বশেষ
জনপ্রিয়