ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিচ্ছেন আতিকুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৩ মে ২০২০  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব নিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে গুলশানের নগর ভবনের মেয়র দফতরে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব বুঝে নেবেন তিনি। 

ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দায়িত্ব গ্রহণ শেষে তিনি তার নগর ভবনের অফিস থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করবেন। জানা গেছে, বেলা ১২টা ৪৫ মিনিটে মেয়রের অনলাইন ব্রিফিং শুরু হবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আগামী ১৭ মে ডিএসসিসির প্রথম নির্বাচিত বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। 

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বলেন, বর্তমান বোর্ডের মেয়াদকাল শেষ হচ্ছে ১৬ মে। সে অনুযায়ী আগামী ১৭ মে ডিএসসিসির নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ হয়নি।

সর্বশেষ
জনপ্রিয়