ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক চান না বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ৭ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখনো করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আগামী সপ্তাহে তার সঙ্গে দ্বিতীয় বিতর্ক করা উচিৎ হবে না বলে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাংবাদিকদের এমনটি জানান।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিৎ হবে না।

এ সময় বাইডেন আরো বলেন, আমি জানিনা যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল প্রটোকলগুলো অনুসরণ করা হয়।

এদিকে মঙ্গলবার একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন যে, আমি বৃহস্পতিবারের সন্ধ্যার বিতর্কের জন্য মুখিয়ে আছি।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে গত ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প এবং বাইডেন। এর কয়েকদিন পরই ট্রাম্পের দেহে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। আগামী ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এবং ২২ অক্টোবর টেনেসিতে বিতর্কে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাম্প এবং বাইডেনের।

সূত্র: দ্য হিল 

সর্বশেষ
জনপ্রিয়