ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

টুইটারের প্রধান নির্বাহী পরাগকে ছাঁটাই করলেন ইলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৮ অক্টোবর ২০২২  

টুইটারের প্রধান নির্বাহী পরাগকে ছাঁটাই করলেন ইলন

টুইটারের প্রধান নির্বাহী পরাগকে ছাঁটাই করলেন ইলন

টুইটারের নতুন মালিক হলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর পরপরই শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই করা শুরু করেছেন। শুরুতেই টুইটার প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেছেন মার্কিন এ ধনকুবের।

গতকাল বৃহস্পতিবার এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।

এর আগে, বৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় টুইটার সদর দফতরে হাজির হন ইলন মাস্ক। অদ্ভুতভাবে এ সময় তার হাতে ছিল বিশাল একটি সিংক। টুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, টুইটার সদর দফতরে ঢুকছি... সেটাকে পুরোপুরি বুঝে নেই।

গত এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি টুইটার- এমন দাবি করে ৮ জুলাই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা করে টুইটার।

সর্বশেষ
জনপ্রিয়