ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ প্রত্যাখ্যান করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১৪ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতিসংঘে চীনের উপ স্থায়ী প্রতিনিধি জেঞ্জ শুয়াং যুক্তরাষ্ট্রের করা সমস্ত অভিযোগকে “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক সুরক্ষায় মার্কিন অন্যায়ের বিষয়ে ১০টি তথ্য তালিকাভুক্ত করেছে।

চীনা কূটনীতিক যে দশটি তথ্য দেখিয়েছেন সেগুলো হলো, 

প্রথম-  যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্প্রসারনের ক্ষেত্রে অতি আগ্রাসী

দ্বিতীয়- যুক্তরাষ্ট্র ফের তার শীতল যুদ্ধের মানসিকতায় ফিরে এসেছে।

তৃতীয়- তারা একতরফা নীতিকে অনুসরণ করছে।

চতুর্থ- দেশটি নিজেদের মুক্ত করার চেষ্টা করছে।

পঞ্চম- একতরফা নিষেধাজ্ঞার অপব্যবহার করে যুক্তরাষ্ট্র পারমাণবিক অবিস্তারকে নিয়ে দ্বৈত মান অনুসরণ করে রাজনৈতিক কূটকৌশল জোর দিচ্ছে। ইরানের পারমাণবিক ইস্যু এবং কোরিয়ান পারমাণবিক ইস্যুর মতো ভূ-রাজনৈতিক কর্মসূচি পরিবেশন করছে। 

ষষ্ঠ- যুক্তরাষ্ট্র কৌশলগত ভারসাম্য ভঙ্গ করছে।

সপ্তম- তারা জৈবিক অস্ত্র নিয়ন্ত্রণকে বাধা দিচ্ছে।

অষ্টম- যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র ধ্বংসে বিলম্ব করছে। 

নবম-  যুক্তরাষ্ট্র তার “স্টার ওর্য়াস” কর্মসূচি পুনরায় চালু করছে।

দশম- তারা হ্যাকিংয়ের একটি সাম্রাজ্য তৈরি করছে।

জেঞ্জ শুয়াং বলেন, বিশ্বের সর্বাধিক উন্নত অস্ত্রসহ শক্তিশালী সামরিক শক্তি হিসেবে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ এবং প্রাথমিক দায়িত্ব রয়েছে।

শুক্রবার জেনারেল অ্যাসেমব্লির নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সুরক্ষা কমিটির বৈঠকে তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র বরাবরই চীনকে দায়ী করেন। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এদিকে জাতিসংঘ কমিটির সাধারণ বিতর্কে একজন মার্কিন প্রতিনিধি আবারো করোনাকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। ওই প্রতিনিধি দাবি করেছেন যে রাশিয়া এবং চীন "পারমাণবিক গড়ার" সঙ্গে জড়িত রয়েছে। এছাড়া বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকির কারণ বলেও দাবি করেছে।

সূত্র: গ্লোবাল চায়না ডেইলি

সর্বশেষ
জনপ্রিয়