ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিয়েভ ও এর আশপাশের এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৩, ৩ এপ্রিল ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়া তার সেনাদের ইউক্রেনের প্রধান শহরগুলো থেকে প্রত্যাহার করায় ইউক্রেনীয় সেনারা রাজধানী কিয়েভের আশপাশের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভ এবং এর আশপাশের শহর ও গ্রামগুলোর দখল ফিরে পেতে গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছিল ইউক্রেনীয় সেনারা।

শান্তি আলোচনার অংশ হিসেবে সম্প্রতি কিয়েভ থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। তবে বিশ্লেষকরা বলছেন, রুশ বাহিনীর অগ্রযাত্রা কার্যত থমকে গিয়েছিল।

শনিবার রাতে এক ফেসবুক পোস্টে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার লিখেছেন, “কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেইনীয় বাহিনীর নিয়ন্ত্রণে।”

কিয়েভ থেকে সামান্য উত্তর-পশ্চিমের শহর ইরপিনে এই পুরো সময়ে অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য।

ওই শহরের ৭০ হাজার বাসিন্দার অধিকাংশই গত এক মাসে রুশ বাহিনীর গোলা থেকে বাঁচতে পালিয়ে গেছেন।

আগ্রাসন শুরুর দুই বা তিন দিনের মধ্যে কিয়েভের কাছে বুচা শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। এ শহরটিও ফের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেইনীয় বাহিনী।

সর্বশেষ
জনপ্রিয়