ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জের মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ১৩ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাত দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শুক্রবার (১২ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ পৌঁছেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল স্বাগত জানান।

পরে তাকে ডাকবাংলো মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। ডাকবাংলো থেকে তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১৩ নভেম্বর) তিনি অষ্টগ্রাম যাবেন। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রবিবার (১৪ নভেম্বর) তিনি মিঠামইন, সোমবার (১৫ নভেম্বর) ইটনা ও মঙ্গলবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ সদরে যাবেন।

সর্বশেষ
জনপ্রিয়