ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

করোনাকালে শিশুর রাগ ও প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২০  

শিশুর রাগ প্রতিকারের উপায়

শিশুর রাগ প্রতিকারের উপায়

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে সবাই বিশেষভাবে সতর্কতা অবলম্বন করছেন। খুব বেশি জরুরি না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। দেশ সচল রাখার উদ্দেশ্যে সতর্কতা মেনে অফিস খোলা হলেও, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

আর এই কারণে ঘরবন্দি হয়ে পড়েছে শিশুরাও। যা তাদের উপর বেশ খারাপ প্রভাব ফেলছে। খেলার জন্য বাইরে যাওয়া কিংবা স্কুলে যেতে না পেরে তাদের মধ্যে বিরক্তি চলে এসেছে। ঘরে থাকার কারণে এর প্রভাব পড়ছে তাদের মনে ও আচরণে। এসময় শান্ত অনেক শিশুও হয়ে যাচ্ছে আক্রমণাত্বক। কথায় কথায় রেগে যাচ্ছে, এই অবস্থার কারণ ও সম্ভাব্য প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন-

> শিশু তার সমস্যাগুলো ঠিকমতো বোঝাতে পারছে না

> বাবা ও মার ওপর অতিরিক্ত রাগ অথবা অভিমান

> হতাশা, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে না পারা

> বাবা ও মায়ের মনোযোগ আকর্ষণের জন্য

> পরিবারের কোনো সমস্যা অথবা বাইরের কাউকে মারপিট করতে দেখা; টিভিতে দেখা কোনো মারপিটের দৃশ্য বা ভিডিও গেমস।

প্রতিকারের উপায়

> শিশুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন।  

> তাকে সময় দিন।  

> বাইরে খেলতে যেতে পারছে না, স্কুলে যাচ্ছে না এজন্য মাঝে মাঝে নিজেরা শিশুকে বাইরে নিয়ে যান।

> শিশুকে বাইরে নেয়ার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

> তার সামনে চিৎকার চেচাঁমেচি বা রাগ প্রকাশ করবেন না।

> শিশুকে সৃজনশীল কাজে বেশি ব্যস্ত রাখুন, ছোট বেলা থেকেই। সেটা গল্প শেখা হোক আর বাদ্যযন্ত্র বাজানোই হোক।

> শিশুর জন্য ইনডোর গেমসের ব্যবস্থা করুন।

সর্বশেষ
জনপ্রিয়