ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবারো ময়মনসিংহে করোনা মোকাবেলায় অষ্টমী স্নান স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২০ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এবারো ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব অষ্টমী স্নান, পূজা অর্চণা ও মেলা বন্ধ থাকছে।

ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসবে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে থাকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে।

কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগম ঘটানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় ২০ এপ্রিল মঙ্গলবার অষ্টমী স্নানোৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। তাই জনসমাগম না ঘটানোর জন্য সরকারি বিধি-নিষেধ থাকায় এবার অষ্টমী স্নান বন্ধ রাখা হয়েছে। এ উপলক্ষে মন্দিরেও ধর্মীয় সকল কার্যক্রম সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘরে বসে সকলকে এই সময় করোনার হাত রক্ষার জন্য প্রার্থনা করতে আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত বছরও করোনা সংক্রমন ঠেকোতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান, পূজা অর্চণা ও মেলা বন্ধ রেখেছিল পূজা উদযাপন পরিষদ।

সর্বশেষ
জনপ্রিয়