ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৪ ১৪৩০

আমি রোমাঞ্চিত খেলবো ভেবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ মে ২০২২  

এলিটা কিংসলে

এলিটা কিংসলে

তার স্বপ্ন দুটি। তার একটি পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন নাইজেরিয়ার নাগরিত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া ফুটবলার এলিটা কিংসলে।

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন নিয়েই নিজের জন্মভূমি ত্যাগ করেছেন কিংসলে। গত বছর বাংলাদেশের নাগরিক হওয়ার পর থেকেই সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাবেন কি না সেটা সময়ই বলে দেবে। আপাতত তার সামনে সুযোগ ক্লাবের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার। বসুন্ধরা কিংসের সঙ্গে কলকতায় আছেন কিংসলে। প্রথম ম্যাচ খেলার প্রত্যাশা নিয়ে রোমাঞ্চিত কিংসলে।

প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আপনার সামনে। কেমন লাগছে?
এলিটা কিংসলে: হ্যাঁ। সবকিছু ঠিক থাকলে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি সব দিক দিয়েই ম্যাচ খেলতে প্রস্তুত।

কোচ চাইলেই আপনি যে কোন ম্যাচে খেলতে পারবে। কেমন অনুভূতি আপনার?
এলিটা কিংসলে: খেলবো সেটা ভেবে আমি রোমাঞ্চিত। আমার খুব ভালো লাগছে।

অনুশীলন তো দুই দিন হয়ে গেলো। কেন প্রস্তুতি আপনার?
এলিটা কিংসলে: আমাদের সবারই প্রস্তুতি ভালো হচ্ছে। আমি নিজেও ভালো প্রস্তুতি নিয়েছি।

রাত পোহালেই ম্যাচের দিন। যদি মাঠে নামার সুযোগ পান তাহলে আপনার একটা স্বপ্ন পূরণ হবে।
এলিটা কিংসলে: হ্যাঁ। আমি প্রস্তুত। যদি মাঠে নামতে পারি তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে।

ক্লাবের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হলে আপনার বাকি থাকবে জাতীয় দলের জার্সি গায়ে ম্যাচ।
এলিটা কিংসলে: সেই স্বপ্নও হয়তো একদিন পূরণ হবে। তখন আমি বেশি রোমাঞ্চিত হবো।

সর্বশেষ
জনপ্রিয়