ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, সেমির পথে বাধা সমীকরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ৩১ জানুয়ারি ২০২৪  

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, সেমির পথে বাধা সমীকরণ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, সেমির পথে বাধা সমীকরণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এশিয়ার দেশ নেপাল। বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে । শুধু জয়ই নয়, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রানরেটও বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ ইয়াং টাইগারদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অদ্ভূত ফরম্যাট, সমীকরণের ম্যারপ্যাচ টুর্নামেন্টের পরিস্থিতি বদলে দিয়েছে। তবুও নেপাল ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে গ্রুপপর্বেই ভারতের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি। ওই এক ম্যাচের জের টানতে হচ্ছে পুরো টুর্নামেন্টে। বাস্তবতা বলছে ইয়াং টাইগারদের বিশ্বকাপের সেমির স্বপ্ন খুবই ক্ষীণ। বিশেষ করে ভারত-পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায়।

কাগজে-কলমে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে সুযোগ আছে ঠিকই। সেজন্য প্রথমে টপকাতে হবে নেপাল বাধা। থাকবে রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ। ব্লুমফন্টেইনে এসব হিসাব-নিকাষ নিয়ে ভাবতে না চাইলেও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। যদিও নিজেদের পারফর্ম্যান্সে মনোযোগের পুরোটা যুবা টাইগারদের।

এদিকে দুই পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছে বাংলাদেশ। টেবিলে স্থান তিনে, রানরেট -.৬৬৭, দুইয়ে থাকা পাকিস্তানের রানরেট ১.০৬৪। এমন অস্বস্তির বিপরীতে আছে একটা স্বস্তির খবরও। নেপালের বিপক্ষে খেলা হবে ব্লুমফন্টেইনে, যেখানে যুবারা খেলেছে গ্রুপপর্বের সব ম্যাচ।

সর্বশেষ
জনপ্রিয়