ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

শেরপুর জেলা সদর হাসপাতালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ১৫ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-সহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেলো শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সের উদ্বোধন ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে উপহার দেওয়া ৪০টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৯টি অ্যাম্বুলেন্স দেওয়া হয় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালকে। আর বাকি একটি অ্যাম্বুলেন্স শেরপুর জেলা হাসপাতালকে প্রদান করা হয়েছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলার সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন ও ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

সর্বশেষ
জনপ্রিয়