ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

দেশে ফিরলেন তাসকিন-মিরাজরা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১৮, ২১ জুলাই ২০২২  

দেশে ফিরলেন তাসকিন-মিরাজরা

দেশে ফিরলেন তাসকিন-মিরাজরা

উইন্ডিজ সফর শেষ করে গতকাল  বিকেলে ঢাকায় ফিরলেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ছয়জনের একটি দল।বিকেল সাড়ে ৫টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। যেখানে রয়েছেন তাসকিন ও মিরাজ।

 এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে হারে টাইগাররা।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের দল।

এর আগে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় ফেরেন মাত্র দু’জন সাপোর্ট স্টাফ। তারা হলেন-ব্যাটিং কোচ জেমি সিডন্স এবং ফিজিও বায়েজিদুল ইসলাম। 

বাংলাদেশে পৌঁছে সে দিনই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন সিডন্স।

গতকাল ঢাকায় পৌঁছানো ছয়জনের দলে দুই ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
একই ফ্লাইটে অন্য দুই সহযোগী স্টাফের সাথে আরো ছিলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।

তবে আজ বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন দলের বেশিরভাগ খেলোয়াড়। একই ফ্লাইটে থাকবেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
একমাত্র খেলোয়াড় হিসেবে পরে দেশে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

বিসিবি সূত্র জানায়, বাংলাদেশে আসার আগে লন্ডনে কিছু  দিন সময় কাটাবেন তামিম।

সর্বশেষ
জনপ্রিয়