ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপি প্রার্থী সালাউদ্দিন এবারও জামানত হারালেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৮ অক্টোবর ২০২০  

বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ

বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর কাছে জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

নির্বাচনে নৌকা প্রার্থী নিয়ে মনিরুল ইসলাম মনু পেয়েছেন ৪৫৬৪২ ভোট। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ২৯২৬ ভোট। 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) আসনে অংশ নিয়েও জামানত হারিয়েছিলন বিএনপির এ নেতা।

শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনী মাঠে অধিকাংশ কেন্দ্রে উৎসবের আমেজ থাকলেও উপ-নির্বাচনে বিএনপির নেতাদের মাঠে দেখা যায়নি।

স্থানীয় তৃণমূল কর্মীদের মতে, উপ-নির্বাচনে ভোটের উৎসব নষ্ট হওয়ার জন্য বিএনপির হাইকমান্ডই দায়ী। দলের শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের কারণে অযোগ্যদের হাতে প্রতীক দেয়ায় উপ-নির্বাচনে বিএনপির এমন ভরাডুবি হয়েছে।

তারা বলছেন, শুরুতেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। দল থেকে যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়া হয়েছে, তিনি ওই আসনের ভোটারই নন। ফলে এই আসনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় হয়েছে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়