যে তিন উপায়ে চীনারা করোনামুক্ত হচ্ছে
নিউজ ডেস্ক

করোনামুক্তির জন্য প্রতিনিয়তই নতুন ঘরোয়া পদ্ধতি বেছে নিচ্ছে পুরো বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসের সফল কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াই করতে কিছু ঘরোয়া কৌশল নিয়েই আলোচনা হচ্ছে ইন্টারনেট দুনিয়ায়।
সম্প্রতি চীনের উহানে বসবাসরত এক ভারতীয় নাগরিক ফেসবুকে করোনা প্রতিরোধে চীনাদের ঘরোয়া কৌশলগুলো তুলে ধরে একটি পোস্ট করেছেন। তার পোস্ট অনুসারে ওই কৌশলে মাত্র চারদিনেই করোনা থেকে মুক্তি মিলবে। এরইমধ্যে পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
এতে বলা হচ্ছে, চীনের প্রতিটি বাড়িতেই করোনা আক্রান্ত রোগী আছে। কিন্তু সেখানকার বাসিন্দারা এই ভাইরাসের জন্য আর কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে এই ভাইরাসকে বিনাশ করছেন।
এতে আরো বলা হয়, এজন্য তারা মাত্র তিনটি কাজ করছেন। সেগুলো হলো-
১. দিনে চারবার কেটলি থেকে গরম পানি ভাপ নেয়া।
২. দিনে চারবার গরম পানি দিয়ে গড়গড়া করা।
৩. দিনে চারবার গরম চা পান।
এভাবে টানা চারদিন এই তিনটি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা। এভাবেই পাঁচদিনে করোনা নেগেটিভ হচ্ছেন বলে ওই পোস্টে দাবি করা হয়েছে।
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- প্রতিদিন খালি পেটে একটি এলাচ খান, তারপর দেখুন ম্যাজিক!
- দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়ল ৫ গুণ
- যে ব্লাড গ্রুপের করোনা আক্রান্তদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি!
- ওষুধ নয়, ১১ রোগের প্রতিষেধক জাম্বুরা
- যে তিন উপায়ে চীনারা করোনামুক্ত হচ্ছে
- দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮২
- করোনা চিকিৎসায় ‘আলোচিত সাফল্য’ রেমডেসিভির, এটি আসলে কী জানেন?
- দেশে একদিনে করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত ২২৩ জন
- করোনার বিপদ থেকে রক্ষা পেতে ২২ টি কার্যকরী পরামর্শ