ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪  

৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ ৬ ফেব্রুয়ারি, ২০২৪, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৮৮: ম্যাসাচুসেটকে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৮৪০: ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।

১৯১৮: ৩০ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করেন।

১৯৩২: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮: মিউনিখ বিমান দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের ৮ খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।

১৯৭২: বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।

২০০০: দ্বিতীয় চেচেন যুদ্ধ: গ্রোজনি ও চেচনিয়া দখল করে রাশিয়া।

জন্ম:

১৮৯১: অমর বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী

১৮৯৫: বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব।

১৯১১: রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট

১৯২৯: ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।

১৯৩২: ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।

১৯৪৫: বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গিটার বাদক, গীতিকার।

মৃত্যু:

১৯০৭: রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।

১৯৩১: ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর প্রয়াণ দিবস।

১৯৩৭: সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।

১৯৪৬: স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী। (জ.১৮৭৩)

১৯৪৭: নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৯৬৪: রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।

১৯৭৬: ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় মারা যান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়