ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৯ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। এ নিয়ে আজই সিদ্ধান্ত হতে পারে।

সোমবার সকালে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের কাছে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন রাখার পরামর্শ দিয়ে একটি প্রস্তাব দেয়া হয়েছে। চলমান লকডাউনের বিষয়ে আজ পর্যালোচনা সভার পর পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

গতকাল রাতে কারিগরি কমিটির দেয়া এক বিজ্ঞপ্তিতেও লকডাউন বাড়ানোর বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে। করোনা পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

এর আগে, গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, করোনার সংক্রমণ এখনো বেশি। তাই লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ
জনপ্রিয়