ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ৩০ মার্চ ২০২৪  

রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা

রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

(১) প্রতিদিন ১ দিরহাম (১ টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

(২) প্রতিদিন দ২ রাকাত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন ২ রাকাত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

(৩) প্রতিদিন ৩ বার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কোরআন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ!

কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না’। (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

সর্বশেষ
জনপ্রিয়