ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রামেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৫ নভেম্বর ২০২০  

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকার গ্রাম ও শহরে সমান নাগরিক সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, গ্রামীণ জনগণ যেন উন্নত চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যেও সরকার কাজ করছে।

মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী প্রথমে কালীগঞ্জ মডেল মসজিদের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর করিমপুর নুরজাহান-শামসুন্নাহার মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী গ্রামের মানুষ যেন চিকিৎসার সব রকম সুবিধা পায়, গরিব ও অবহেলিত এলাকায় যেসব মানুষের চিকিৎসার সেবা পেতে কষ্ট করতে হয়, তাদের কথা চিন্তা করেই মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল কালীগঞ্জে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন শেষে কাশীরাম পিয়ারজান জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মতিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ
জনপ্রিয়