ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লার ঘটনায় জড়িত ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ১৪ অক্টোবর ২০২১  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

কুমিল্লার নানুয়া দিঘির মন্দিরের ঘটনার সাথে জড়িতদের  কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খুব শিগগিরি তাদের গ্রেপ্তার করা হবে। কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ওই ঘটনার সাথে জড়িত ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যেখানেই পূজা সেখানেই সিসি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবী নিশ্চিত করার কথা ছিল। যেসব মণ্ডপে তা করা হয়নি, তাদেরকে দ্রুত তা নিশ্চিত করতে হবে। 

কোন বিশৃঙ্খলাকারী ছাড়া পাবেন না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারো দায়িত্ব পালনে গাফিলতি থাকলেও ব্যবস্থা নেয়া হবে। পূজামণ্ডপগুলোতে আরও কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। 

সর্বশেষ
জনপ্রিয়