ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আতঙ্কে ছয়মাস ঘরবন্দী মিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২০ আগস্ট ২০২০  

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দী রয়েছেন। শুটিংয়ের অনুমতি পেয়ে কেউ কেউ শুটিংয়ে ফিরেছেন। গত সপ্তাহেও বিএফডিসিতে দুটি সিনেমার শুটিং হয়েছে। কিন্তু এ পরিস্থিতিতে আতঙ্ক কাটেনি মিমের। তাই আপাতত শুটিংয়ে ফিরতে চান না এই লাক্স তারকা। 

মিম বলেন, দীর্ঘ ছয়মাস ধরে ঘরবন্দী। সবাই করোনার বিষয়টি এখন স্বাভাবিক মনে করলেও আমি মনে করছি না। এতোদিন যেহেতু কষ্ট করেছি আরো একটা মাস কষ্ট করি। তার পরে কাজে নামবো। আতঙ্কে এখনো ঘরবন্দী, বাসা থেকে বের হই না। 

বর্তমানে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে মিমের। এর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ উল্লেখযোগ্য। ‘পরাণ’ সিনেমার শুটিং শেষ। এখন ডাবিং বাকী আছে। এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

নতুন কোনো সিনেমায় কাজের বিষয়ে মিম বলেন, বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। সেগুলোর কাজও সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে শুরু করবো। 

এদিকে করোনার এই সময়েও একেবারে বসে নেই মিম। ঘরবন্দী সময়ে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন। গেল ১৪ জুলাই ইউটিউবে ‘বিদ্যা সিনহা মিম’ নামে একটি চ্যানেল খোলেন। যা এরই মধ্যে এক লাখ সাবস্ক্রাইব ছাড়িয়ে গেছে। 

সর্বশেষ
জনপ্রিয়