ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ শেখ হাসিনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৮ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। এদেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করি, সেটা বিশ্বে বিরল। এই ভ্রাতৃত্ববোধটা আমাদের বজায় রাখতে হবে। আমরা যে যেই ধর্মের হইনা কেনো আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের উন্নয়নে আমাদের সবার অবদান রয়েছে। 

শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদের মিলানায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সদর উপজেলার পূজামণ্ডপের অনুকূলে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

সরকারের প্রণোদনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের সময় অনেক প্রণোদনা দেয়া হয়েছে। তারপরও পূজার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রতিটি পূজামন্ডপে ৫শ’ কেজি করে চাল দেয়ার কথা ঘোষণা দিয়েছেন। পূজার আনন্দ ভাগ করে নেয়ার জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটা দেয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পৌঁছেছে, ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে আর ২০৪১ সালে আমরা সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো। এটা সম্ভব হচ্ছে কারণ আমরা সবাই মিলে এই দেশের উন্নয়নের জন্য কাজ করছি।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ। 

সর্বশেষ
জনপ্রিয়