ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনলাইন ক্লাস চালু করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১১ সেপ্টেম্বর ২০২০  

শুক্রবার সকালে নগরীর দৌলতপুরে এ ক্লাসের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শহীদুর রহমান খান

শুক্রবার সকালে নগরীর দৌলতপুরে এ ক্লাসের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শহীদুর রহমান খান

করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইন ক্লাস চালু করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 

শুক্রবার সকালে নগরীর দৌলতপুরে এ ক্লাসের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শহীদুর রহমান খান। 

ভিসি ড. শহীদুর রহমান খান বলেন, অনলাইন ক্লাসের কিছু সীমাবদ্ধতা রয়েছে, শিক্ষার্থীরকে সেশনজট মুক্ত রাখতে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনেই অনলাইন ক্লাস চালু করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার, ড. ফেরদৌসী বেগম, ড. পিন্টু চন্দ্র শীল, ডা. মো. তসলিম হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আশিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান। 

সর্বশেষ
জনপ্রিয়