ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ১০ ডিসেম্বর ২০২০  

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তাদের বিচার হবেই।

বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা ও ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

আমিন উদ্দিন বলেন, সংবিধানের ‘ক’ অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতিকৃতির অবমাননা প্রদর্শিত হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। যার এই দেশকে ভালোবাসে না, এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না, তারা এসব অন্যায়-অপকর্ম করছে। তাদের প্রত্যেককে আমরা বিচারের সম্মুখীন করব। প্রত্যেককে কঠিন শাস্তির মুখোমুখি করবো।

ঢাকা বারের সাবেক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার বিষয়ক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

এতে আরো অংশ নেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনির, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, সাবেক এমপি অ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহিদী, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়