রাবি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা
নিউজ ডেস্ক

রাবি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা
চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে ঢাকাস্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এদিন অনাড়ম্বর আয়োজনে রাবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ও কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে পরিচালক মা জিয়াওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তারা পরস্পরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।
এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং চীনা ভাষার শিক্ষক হুয়াং জিনরান উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রয়োজনীয় সংখ্যক চীনা ভাষা প্রশিক্ষক রাবিতে চীনা ভাষা কোর্সে পাঠদান করবেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।
- যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হয়
- এসএসসির ফল দ্রুত জানার তিন উপায়
- স্বাস্থ্যবিধি মেনে খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি হয়নি, জানালেন সচিব
- এসএসসি: এসএমএসে ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী
- নতুন ডিগ্রী চালুর অনুমোদন পেল বাকৃবি
- এসএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন
- শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা