ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৮৫৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১৫ ডিসেম্বর ২০২২  

৮৫৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত

৮৫৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সরকার আরব আমিরাত ও কানাডা থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮৯৯ টাকা।

গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিতে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চীনের গুইঝো চানেন কেমিক্যাল করপোরেশন (স্থানীয় প্রতিনিধি বেস্ট ইস্টার্ন, ঢাকা) থেকে ফসফরিক এসিড কেনা হবে। এ জন্য ব্যয় হবে ৭৩ কোটি ৮৫ হাজার ৪০০ টাকা।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকা।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে দশম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকা।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১১তম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকা।

সর্বশেষ
জনপ্রিয়