ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

৭ কলেজে ভর্তির কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু আগামীকাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ১০ জুলাই ২০২৩  

৭ কলেজে ভর্তির কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু আগামীকাল

৭ কলেজে ভর্তির কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু হবে আগামীকাল ১১ জুলাই (মঙ্গলবার) থেকে। এই কার্যক্রম চলবে আগামী ২৪ জুলাই (সোমবার) পর্যন্ত।সম্প্রতি সাত কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১১ জুলাই (মঙ্গলবার) থেকে ২৪ জুলাই (সোমবার) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, সাত কলেজের কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে আগামীকাল ১১ জুলাই (মঙ্গলবার) থেকে চলবে ২০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। ফরম পূরণ শেষে সাত কলেজের বিজ্ঞান অনুষদের কোটা আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির বিজ্ঞান অনুষদে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এবং বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা বাণিজ্য অনুষদের ডিন অফিসে ফরম জমা দিতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়