ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ বছরেও পিএইচডি শেষ করতে না পেরে অ্যাসিড খেলেন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ৭ এপ্রিল ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

এক অধ্যাপকের নাম সুইসাইড নোাটে লিখে আত্মহত্যা করেছেন এক গবেষক। নোটে লিখেছেন, ‘অধ্যাপক…আমার মৃত্যুর জন্য দায়ী। উনি আমাকে সঠিকভাবে ‘গাইড’ করেননি।’

এই অভিযোগ লিখেই এক বোতল হাইড্রোজেন সালফাইড অ্যাসিড খেয়ে ফেলেছেন সলিড স্টেট ফিজিক্সের এই গবেষক। পচা ডিমের গন্ধযুক্ত এই গ্যাস অত্যন্ত বিষাক্ত। মৃত্যু হয়েছে মুহূর্তে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এই গবেষকের মৃত্যুতে বিস্মিত সহ-গবেষকরা।

টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই গবেষকের নাম শুভদীপ রায়। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। মা রঞ্জনা রায় একাই থাকেন নাগেরবাজারের বাড়িতে। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে প্রতিষ্ঠানে যান।

স্থানীয় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামরা করেছে। চোখ কপালে তুলেছেন অন্যান্য দেশের গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরাও। বিক্ষোভে ফেটে পড়েছেন আইআইএসইআর-এর গবেষকরা। তাদের দাবি, মৃত্যুর সঠিক তদন্ত চাই।

প্রতিষ্ঠানের ডিরেক্টর সৌরভ পাল জানিয়েছেন, তদন্ত হবে। গবেষকদের প্রতি তার অনুরোধ, অচলাবস্থা তুলে নাও।

আইআইটি খড়গপুরের গবেষক প্রীতম দে জানিয়েছেন, ২০২১ সালে বেঙ্গালুরু আইআইএসসির এক গবেষক আত্মহত্যা করেছিলেন। পনেরো দিন আগে মোহালিতে আত্মহত্যা করেছেন আরও এক গবেষক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কেমিস্ট্রির গবেষক কেয়া মণ্ডল জানিয়েছেন, পিএইচডি করতে গিয়ে গবেষকের আত্মহত্যার খবর নতুন নয়, কে বা কারা এর নেপথ্যে দায়ী তা খুঁজে বার করার সময় এসেছে।

সর্বশেষ
জনপ্রিয়