ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা রাজশাহীর জেলায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৪ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরে করোনার সংক্রমণ ও মৃত্যু হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

বুধবার করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা না কমায় প্রশাসনের পক্ষে মহানগরীতে লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভাগীয় সমন্বয় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ১১ জুন থেকে ১৭ জুন প্রথম দফা এবং ১৮ জুন থেকে ২৪ জুন দ্বিতীয়বারের মতো রাজশাহী মহানগরী এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা ও কার্যকর করা হয়। এবার আরেক দফা সর্বাত্মক লকডাউন দেওয়া হচ্ছে, যা ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। আগের লকডাউনের সব শর্ত ও বিধিনিষেধ এবারও বহাল থাকবে।

এদিকে রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ও করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলকলেজ হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়