ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

২৫ রমজানে আল্লাহর নৈকট্য অর্জনের দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ৮ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের পঞ্চম রমজান আজ। রমযানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২৫তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে জান্নাত লাভের জন্য এ দোয়া পড়তে পারেন-

উচ্চারণ: আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি মুহিব্বান লি-আওলিয়াই’কা; ওয়া মুআ’দিয়ান লি-আ’দাই’কা; মুসতান্নাআ’ন বিসুন্নাতি খাতামি আম্বিয়াই’কা; ইয়া আ’চিমা কুলুবিন নাবিয়্যিন।

অর্থ: হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরি নবির সুন্নাত ও পথ অনুযায়ী চলার তাওফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

সর্বশেষ
জনপ্রিয়