ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

২০১৩ সালের হেফাজত তাণ্ডবের দায় স্বীকার মুফতি রাজীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২০ এপ্রিল ২০২১  

মুফতি শাখাওয়াত হোসাইন রাজী

মুফতি শাখাওয়াত হোসাইন রাজী

২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শাখাওয়াত হোসাইন রাজীর জবানবন্দি রেকর্ড করেন। 

এদিন আসামি রাজীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি রাজীর জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার আসামি রাজীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। 

এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত জামিন আবেদন খারিজ করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।

সর্বশেষ
জনপ্রিয়